
শীতের আগমনে দেশের মানুষ নানা ধরনের ত্বকের সমস্যা ও চর্মরোগে ভোগেন। ত্বক মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ, তাই এর যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
শীতকালে সাধারণত যে সমস্যাগুলো দেখা দেয়:
-
ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও চুলকানো
-
ঠোঁট ও পায়ের ত্বক ফেটে যাওয়া বা সংক্রমণ
-
খুশকি বৃদ্ধি
-
স্ক্যাবিস, এলার্জি ও অন্যান্য চর্মরোগ
এছাড়া পুরোনো কাপড়, উলের পোশাক, বিভিন্ন ক্রিম বা লোশন ব্যবহারে চুলকানি ও প্রদাহ হতে পারে। ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ বা থাইরয়েডের রোগীদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি দেখা যায়।
ত্বকের যত্নের উপায়:
-
অতিরিক্ত শীতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া
-
পর্যাপ্ত তরল খাবার খাওয়া
-
ময়েশ্চারাইজার, অলিভ অয়েল, নারকেল তেল, ভেসলিন বা গ্লিসারিন ব্যবহার
-
উলের কাপড় ব্যবহারের আগে ধুয়ে নেওয়া; এলার্জি থাকলে ভেতরে সুতির কাপড় পরা
-
খুশকির জন্য Ketoconazole, Zinc Pyrithione বা Ciclopirox যুক্ত শ্যাম্পু সপ্তাহে ২-৩ দিন ব্যবহার
-
স্ক্যাবিসে একই কাপড়-চোপড়, তোয়ালে বা কম্বল ব্যবহার এড়িয়ে চলা
-
যেকোনো গুরুতর বা দীর্ঘস্থায়ী সমস্যা হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া
বিশেষ করে ডায়াবেটিস ও কিডনি রোগীরা দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিলে শীতকালে ত্বক সংক্রান্ত সমস্যা কমানো সম্ভব।
সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।
সিএনআই/২৫