
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা অবশেষে প্রকাশ্যে আনলেন তাদের সদ্যোজাত পুত্রসন্তান। দম্পতি ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে নবজাতকের প্রথম ঝলক দেখিয়েছেন এবং জানান, তার নাম রাখা হয়েছে ‘নীর’।
প্রকাশিত পোস্টে তারা লিখেছেন, “জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ – শুদ্ধ, পবিত্র, অনন্ত।”
ছবিতে ছোট্ট নীরের মুখ জনসমক্ষে দেখা যায়নি; তবে তার দুটি ছোট্ট পা মা-বাবার স্নেহময় অঙ্গভঙ্গিতে ফুটে উঠেছে। এক ছবিতে মা-বাবা পায়ে চুমু দেন, আর অন্য ছবিতে দুহাত দিয়ে তাকে আগলে রাখেন।
এর আগে গত ২০ অক্টোবর দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। তখন ইনস্টাগ্রামে তারা আনন্দের খবর জানিয়েছিলেন, “অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ।”
সিএনআই/২৫