
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বিশ্বের তুখোড় মডেলদের সঙ্গে প্রতিযোগিতা করছেন। সম্প্রতি তিনি একেবারে ভিন্ন লুকে দর্শকদের তাক লাগিয়েছেন—জাতীয় পোশাক হিসেবে রাজকীয় জামদানি শাড়ি পরে।
নিজের সোশ্যাল মিডিয়ায় মিথিলা লিখেছেন, “মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি রাজকীয় জামদানি শাড়িতে সাজানো হয়েছে, যা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতীক। প্রতিটি সুতোয় আছে শিল্পকলা, নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা।”
জামদানি শাড়ি বাংলাদেশের ১৭ শতকের মুঘল যুগ থেকে উদ্ভূত কালজয়ী তাঁতের এক নিদর্শন। এটি ঐতিহাসিকভাবে রাজপ্রাসাদ ও অভিজাতদের মধ্যে বিলাসিতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো।
মিথিলার শাড়িটি সম্পূর্ণ হাতে বোনা, এতে ব্যবহার করা হয়েছে সেরা সুতির তন্তু এবং স্বর্ণালি জরি মোটিফ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী দক্ষ তাঁতশিল্পীরা নিপুণভাবে এটি তৈরি করেছেন। শাড়ি তৈরিতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি। ডিজাইনার ছিলেন আফ্রিনা সাদিয়া সৈয়দা।
মিথিলার জামদানি শাড়িতে ফুটে উঠেছে স্নিগ্ধ শাপলা ফুলের মোটিফ, যা বাংলাদেশের জাতীয় ফুল। শুধু শাড়ি নয়, মিথিলার স্বর্ণের গয়নাতেও শোভা পাচ্ছে একই শাপলা নকশা, যা ৬ ইয়ার্ডস স্টোরি লরা খান নকশা করেছেন।
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের গর্ব হিসেবে জামদানি শাড়ি পরা মিথিলা আন্তর্জাতিক দর্শকদের মধ্যে দেশীয় ঐতিহ্যের পরিচয় তুলে ধরেছেন।
সিএনআই/২৫