১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে

শেয়ার করুন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার পরিকল্পনা ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিঅর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

অর্থ উপদেষ্টা জানান, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় নতুন শটগান কেনার প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়া পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৪০ হাজার বডি অন ক্যামেরা এখন কেনা হচ্ছে না; এগুলো শুধু ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সরবরাহ করা হবে। কেনাকাটা সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হবে। ইলেকশন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সমন্বয় করবে।

এছাড়া বৈঠকে এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকার চাহিদা অনুযায়ী ইপিআই টিকা কেনাও পরিকল্পনায় রয়েছে।

অর্থ উপদেষ্টা আরও জানান, দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন