১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে জেসিয়া, ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ ভোট চাইলেন

শেয়ার করুন

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয় করার পর শোবিজ অঙ্গনে দীর্ঘ সময় ধরে কম দেখা গিয়েছিলেন জেসিয়া ইসলাম। নাটক, সিনেমা বা মডেলিং—কোনো ক্ষেত্রেই তাঁর তেমন অবস্থান হয়নি। তবে এবার জেসিয়া পুরো দিক পরিবর্তন করে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন।

তিনি অংশ নিয়েছেন বিশ্বের মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ। প্রাথমিক ধাপে সেরা ২০ সুন্দরীর মধ্যে থাকতে তিনি ভোট চাইছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় জেসিয়া বলেন, “হ্যালো, আমি জেসিয়া ইসলাম, ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’। আমি আপনাদের সাপোর্টে আরও এগিয়ে যেতে পারি এবং টপ টুয়েন্টিতে জায়গা করে নিতে পারি।”

ভোটের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, “আমাকে সাপোর্ট করার জন্য ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোট গণনা হবে। প্রথম ভোট সবার জন্য ফ্রি। তাই পরিবার ও বন্ধুদেরকেও উৎসাহিত করুন।”

জেসিয়া আরও বলেন, “আমার এই জয় কেবল ব্যক্তিগত নয়, জিতলে পুরো বাংলাদেশ জিতবে। সবাই আমাকে সাপোর্ট করুন, বিশ্বদরবারে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে।”

মডেলিং ও নাটকের পাশাপাশি জেসিয়া দুইটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দরদ’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাঁকে। এছাড়া ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন