১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ডাকসুর আনন্দ মিছিল, হাসিনার মৃত্যুদণ্ডকে স্বাগত

শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আনন্দ মিছিল করেছে। ‘জুলাই যোদ্ধারা’ মিছিলে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে টিএসসি চত্বর থেকে শুরু হওয়া মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ‘খুনি হাসিনার ফাঁসির রায় হলো’, ‘ডাইরেক্ট অ্যাকশন চাই’, ‘গোলামী না আজাদি’ ইত্যাদি স্লোগান দেন।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “যেদিন হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর হবে, সেদিনই আমরা চূড়ান্ত খুশি হবো।” পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে দেশের ওপর যেসব নির্যাতন হয়েছিল, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হলো।”

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী যোগ করেন, “হাসিনাকে ভারত থেকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে, পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিতে হবে।” এছাড়া বিভিন্ন হল সংসদের ভিপি ও জিএসরা সমাবেশে বক্তব্য দেন।

সিএনআই/২৫

শেয়ার করুন