১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্র্যাক ইউনিভার্সিটি যোগ দিল কার্নেগি মেলন এআই ফোরামে

শেয়ার করুন

ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের ওপেন ফোরাম ফর এআই (ওএফএআই)-তে যোগদান করেছে। ২০২৪ সালে যাত্রা শুরু করা এই আন্তর্জাতিক ফোরামের লক্ষ্য হলো নৈতিকভাবে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন, জনস্বার্থভিত্তিক নীতি ও স্বচ্ছ প্রোটোটাইপ তৈরি করা।

ফোরামে বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার, অলাভজনক সংস্থা ও ইন্ডাস্ট্রি অংশগ্রহণ করছে। ওএফএআই-এর গবেষণাগুলোতে সফটওয়্যার, মডেল ও ডেটার ওপেন-সোর্স নীতিমালা প্রয়োগ, গোপনীয়তা সুরক্ষা এবং প্রযুক্তিগত মূল্যায়ন মানদণ্ড তৈরি করা হচ্ছে।

ব্র্যাক ইউনিভার্সিটির যোগদানে ফোরামটি আরও বৈশ্বিক ও শক্তিশালী হয়েছে। বিশ্ববিদ্যালয় ন্যায়সংগত ও দায়িত্বশীল এআই উন্নয়নে গবেষণা, নীতি আলোচনা, প্রোটোটাইপ তৈরি এবং সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করবে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “এআই বিশ্বকে বদলাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্ব নিয়ে পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে। এই ফোরামে যুক্ত হওয়ায় আমাদের নৈতিক উদ্ভাবনের অঙ্গীকার আরও শক্তিশালী হয়েছে।”

ব্র্যাক ইউনিভার্সিটি এই কোলাবোরেশনের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে, বিশেষ করে এসডিজি-৪, এসডিজি-৯, এসডিজি-১০, এসডিজি-১৬ ও এসডিজি-১৭-এর ক্ষেত্রে।
সিএনআই/২৫

শেয়ার করুন