১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন তামিম ইকবাল

শেয়ার করুন

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ যুগ ধরে ধারক-বাহক হিসেবে পরিচিত তামিম ইকবাল এবার নিজেই বিপিএল থেকে সরে দাঁড়ালেন। আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে তার নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি। রোববার (১৬ নভেম্বর) তামিম ক্রিকবাজকে নিশ্চিত করেন যে, ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার নিলামে তিনি আর অংশগ্রহণ করবেন না।

২০১২ সালে বিপিএলের প্রথম আসর থেকে শুরু করে প্রতিটি আসরে খেলার রেকর্ড তামিমেরই। ব্যাটিং ধারাবাহিকতার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার নেতৃত্বের প্রভাব ছিল অনস্বীকার্য। ফরচুন বরিশালের টানা দুই শিরোপা জয়ের পেছনে তিনি অন্যতম প্রধান স্থপতি ছিলেন।

তবে এবারের সরে দাঁড়ানো অপ্রত্যাশিত নয়। প্রথমত, গত বছরের মার্চে হৃদরোগজনিত সমস্যার কারণে মাঠ থেকে দূরে থাকা তার শারীরিক ও পুনর্বাসন প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে বাধ্য করেছে। দ্বিতীয়ত, বরিশাল ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ স্থগিত হওয়ায় প্রস্তুতির ঘাটতিও তামিমের জন্য উদ্বেগের কারণ হয়েছে।

এর পাশাপাশি, ক্রিকেট প্রশাসনে নতুন ভূমিকা নেওয়ার আগ্রহও তামিমের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। বিসিবি নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি পরে সরে দাঁড়ান। তাই বোঝা যায়, তার মনোযোগ এখন মাঠের বাইরে বিস্তৃত।

৩৬ বছরের তামিম আবার কখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। তবে বিপিএল থেকে নাম প্রত্যাহার করা নিশ্চিতভাবে তার দীর্ঘ ক্যারিয়ারের একটি অধ্যায়ের ইতি টেনে দিয়েছে। ব্যাটিং দিয়ে দেশের ক্রিকেটকে অনুপ্রেরণা দেয়ার পর এবার নিজেকে সাজাতে এবং নতুনভাবে প্রস্তুতি নিতে তিনি সময় নিচ্ছেন—মাঠে হোক বা প্রশাসনে হোক।

সিএনআই/২৫

শেয়ার করুন