
শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেয়। ভ্যানটি স্থানীয় জামায়াত কর্মী ফজলুল হক মোল্লার মালিকানাধীন বলে জানা গেছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে উত্তর ফালগুনকরা সড়কের মুখে ঘটনাটি ঘটে। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ আগুনের বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিদিনের মতো রোববার রাতে মহাসড়কের ডিভাইডারের পাশে ভ্যানটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ভোরে চালক ফেনী থেকে মাছ আনার উদ্দেশ্যে গাড়িটি নিয়ে যেতে প্রস্তুত ছিলেন। এর আগেই মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আগুন লাগার সময় পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। স্থানীয় লোকজন, মালিক ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়। ট্রাকচালক মো. জামাল বলেন, লোকজনের চিৎকারে ঘুম ভেঙে তিনি আগুন দেখতে পান।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু কর্মী পরিকল্পিতভাবে এ আগুনের ঘটনা ঘটিয়েছে।
পিকআপের মালিক ফজলুল হক মোল্লা জানান, জীবিকার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই ভ্যানটি। তিনি দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সিএনআই/২৫