১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী-বিচারপতিসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ

শেয়ার করুন

আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

জব্দের আদেশ হওয়া অন্যরা হলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বাংলাদেশ ও সাবেক মন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি।

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে এ সাতজনের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলার তদন্তের প্রয়োজনে দুদকের তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদনে তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত সেসব আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

শেয়ার করুন