
ভারতের উত্তরাখণ্ডের হৃষীকেশে একটি বাঞ্জি জাম্পিং কার্যক্রমে ভয়ংকর ঘটনা ঘটেছে। তপোবন-শিবপুরী রোডের থ্রিল ফ্যাক্টরি অ্যাডভেঞ্চার পার্কে ১৮০ ফুট উঁচু থেকে লাফ দেওয়ার সময় এক যুবকের দড়ি ছিঁড়ে যায়। তবে তিনি সরাসরি মাটিতে না পড়ে একটি টিনের চালের ওপর পড়ে প্রাণ বাঁচান।
যুবকটি গুরুতর আঘাতপ্রাপ্ত হলেও মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। ঘটনা স্থানীয়ভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, লাফের কিছুক্ষণ পরই দড়ি ছিঁড়ে যায় এবং যুবকটি চালের ওপর গিয়ে পড়ে ব্যথায় কাতরান।
উদ্ধারকারী দল তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত বাঞ্জি জাম্পিং সংক্রান্ত এই ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাঞ্জি জাম্পিং অনেক যুবক-যুবতীদের কাছে অ্যাডভেঞ্চারের অন্যতম আকর্ষণ। উঁচু পাহাড়ে অবস্থিত স্থানে এটি জনপ্রিয় হলেও মাঝে মাঝে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সিএনআই/২৫