
ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া সবসময়ই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। অভিনয় থেকে শুরু করে আইটেম গানে উপস্থিতি, সবখানেই তার আবেদন চোখে পড়ে। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও তিনি সক্রিয়, নিয়মিত নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।
রোববার (১৬ নভেম্বর) সকালে নুসরাত ফারিয়া এক নতুন রূপে ভক্তদের চমকে দিয়েছেন। রয়্যাল ব্লু (নীল) রঙের জমকালো শাড়ি ও হীরার স্টেটমেন্ট জুয়েলারিতে তার গ্ল্যামারাস ফটোশুট মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের।
নিজের পোস্টে নায়িকা মজা করে লিখেছেন, “কাজ ফেলে রাখায় আমি একেবারে সেরা।” ফারিয়ার এই মেকওভার লুক প্রকাশের পর ভক্তদের মধ্যে মুগ্ধতার ছড়াছড়ি দেখা গেছে। পোস্টটি মুহূর্তের মধ্যে হাজারো লাইক ও কমেন্টে ভরে যায়, যেখানে অনেকে তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন।
জানা গেছে, সম্প্রতি বিদেশ সফর শেষ করে দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। দেশে ফেরার পরেই নানা ব্যস্ততায় সময় কাটছে, আর নিজেকে তিনি নতুন নতুন রূপে উপস্থাপন করছেন।
সিএনআই/২৫