১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোরা ফাতেহি দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের অভিযোগে পুলিশি নজর

শেয়ার করুন

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি সাম্প্রতিক সময়ে মাদক সেবন এবং গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্রের অভিযোগের শিকার হয়েছেন। যদিও নোরা এই সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্টভাবে অস্বীকার করেছেন, তবুও মুম্বাই পুলিশ বিষয়টি নজরে রেখেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মাদক পাচারকারী সেলিম ডোলার-এর ছেলে তাহের ডোলা অভিযোগ করেছেন, নোরা দাউদ ইব্রাহিম আয়োজিত এক মাদক পার্টিতে উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর নোরা সরাসরি প্রতিক্রিয়া দেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় নোরা বলেন, “আমি কোনো পার্টিতে যাই না। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। ছুটির দিন হলে বাসায় থাকি বা দুবাইয়ে স্কুল বন্ধুদের সঙ্গে সময় কাটাই। নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করছি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

তিনি আরও সতর্ক করে বলেন, “যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ—এটা বন্ধ করুন। না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।”

এই অভিযোগে শুধু নোরা নয়, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশাহ পার্কারসহ আরও অনেকের নাম উঠে এসেছে। জানা গেছে, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ শিগগিরই সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে।

সিএনআই/২৫

শেয়ার করুন