১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন ২০১ জনের জিপিএ–৫

শেয়ার করুন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনর্মূল্যায়নের পর নতুন করে ২০১ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছেন। পাশাপাশি ৩০৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাসে উন্নীত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকালে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। বোর্ড সূত্র জানায়, এ বছর মোট ৭৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেন। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

এর আগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় ১৬ অক্টোবর। খাতা চ্যালেঞ্জ আবেদন গ্রহণ শেষ হয় ২৩ অক্টোবর। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে অনলাইনের মাধ্যমে।

সিএনআই/২৫

শেয়ার করুন