১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ৩ ঘণ্টায় পাঁচটি ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

শেয়ার করুন

রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের এসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, মিরপুর বিআরটিএ এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

হাতিরঝিল মধুবাগ ব্রিজে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক ককটেল বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। মৌচাক ক্রসিং এলাকায়ও বিকেল সাড়ে ৪টার দিকে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছেন, বর্তমানে তদন্ত চলছে এবং এখনো কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে।

সিএনআই/২৫

শেয়ার করুন