
বাংলাদেশ পুলিশ নতুন ইউনিফর্মে যাত্রা শুরু করেছে। শনিবার (১৫ নভেম্বর) থেকে ডিএমপি, দেশের সব মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটে নতুন লৌহরঙের পোশাক পরা শুরু হয়েছে। পুলিশের নতুন রঙ নির্ধারিত হয়েছে ‘আয়রন’ বা লৌহ রঙে, যেখানে র্যাবের পোশাক জলপাই এবং আনসারের পোশাক সোনালি গমের রঙের।
পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবির পর অন্তর্বর্তী সরকার নতুন ইউনিফর্ম অনুমোদন দেয়। এর অংশ হিসেবে পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশও এ পোশাক ব্যবহার করবে। তবে এপিবিএন ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের আগের পোশাকই থাকবে।
ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ থেকে সব মহানগরে নতুন পোশাক কার্যকর হয়েছে এবং ধাপে ধাপে সব সদস্য এটি পাবেন। পুলিশ সদর দপ্তরের এআইজি শাহাদাত হোসাইন জানিয়েছেন, জেলা ও রেঞ্জ পুলিশও পর্যায়ক্রমে নতুন ইউনিফর্মে রূপান্তরিত হবে।
সিএনআই/২৫