১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

শেয়ার করুন


নারী কাবাডি বিশ্বকাপের এবারের আসর বসছে বাংলাদেশে। ইতোমধ্যেই অংশগ্রহণকারী দলগুলো ঢাকায় এসে পৌঁছেছে। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

তবে দল ঘোষণার অনুষ্ঠানে ছিলেন না অধিনায়ক ও কোচ। ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, বিকেএসপিতে চলমান ক্যাম্পের কারণে তাদের সংবাদ সম্মেলনে আনা সম্ভব হয়নি।

যদিও শুরুতে ১৪ দেশ অংশ নেওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবে ১১ দল। জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা সরে দাঁড়ানোয় স্ট্যান্ডবাই থাকা পোল্যান্ড সুযোগ পেয়েছে। তবে পাকিস্তান আসেনি। স্বাগতিক হিসেবে দলগুলোর স্থানীয় আবাসন ও যাতায়াতের দায়িত্ব বাংলাদেশের হলেও বাকি বিষয়গুলো দেখছে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন।

বাংলাদেশ নারী দলের স্কোয়াড:
শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।

শেয়ার করুন