১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গোলকমনি পার্ককে নতুন রূপ দিচ্ছে কেসিসি, আসছে আধুনিক নাট্যমঞ্চ

শেয়ার করুন

 

।।শেখ শাহরিয়ার।। জেলা প্রতিনিধি (খুলনা)।

খুলনার স্যার ইকবাল রোডে ধর্মসভা মন্দির সংলগ্ন গোলকমনি পার্ককে আধুনিক ও বিনোদনবান্ধব রূপে সাজাতে উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। পার্কের জরাজীর্ণ অবস্থা বিবেচনায় উন্মুক্ত নাট্যমঞ্চসহ পার্কের সবকটি অবকাঠামো পুনর্নির্মাণ ও সম্প্রসারণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

এর অংশ হিসেবে আধুনিক মানের উন্মুক্ত মঞ্চ নির্মাণ, মঞ্চের পাশে পুরুষ ও নারীদের পৃথক সজ্জা কক্ষ, নাট্যচর্চাকারীদের জন্য দুটি অনুশীলন কক্ষ এবং শিশুদের জন্য ২৩ সেট নতুন রাইডস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পার্কের ভেতরে হাঁটার পথ, ২৭টি বসার বেঞ্চ, ফুলের বাগান, আলোকসজ্জা, নতুন ড্রেনেজ ব্যবস্থা এবং আলাদা দুটি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

কেসিসি সূত্র জানায়, প্রায় ৬৩ শতক জমির ওপর ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত গোলকমনি পার্ক একসময় নগরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র ছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পার্কটি কার্যত ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। নগরীতে উন্মুক্ত নাট্যমঞ্চের ঘাটতি পূরণ ও নাগরিকদের বিনোদনের সুযোগ বাড়াতে ‘গোলকমনি পার্কে নাট্যমঞ্চ নির্মাণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে কেসিসি। প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯৬ লাখ টাকা, যা চলতি নভেম্বরেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার বলেন, “সংস্কারের পর পার্কটি আবারও সব বয়সী মানুষের জন্য আকর্ষণীয় ও নিরাপদ বিনোদনকেন্দ্রে পরিণত হবে বলে আমরা আশা করি।”

প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এই প্রতিবেদককে জানান, নির্মাণকাজ শেষ হলে উন্মুক্ত পরিবেশে নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের নতুন সুযোগ সৃষ্টি হবে।
সিএনআই/২৫

শেয়ার করুন