
ইয়াছিন আরাফাত নোয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ. সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সায়েদ আহমদের সমর্থনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা আলম কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে স্থানীয় শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের বিপুল অংশগ্রহণে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়। চারপাশে পোস্টার-ব্যানারে ভরে যায় পুরো এলাকা, আর সমর্থকদের স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সায়েদ আহমদ। তিনি আসন্ন নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য তার পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।তিনি বলেন, জনগণের সেবা, ন্যায়ভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, পরিবর্তন আনতে হলে শ্রমজীবী ও সাধারণ মানুষের ক্ষমতায়ন অপরিহার্য। উন্নয়ন হবে ন্যায়ের ভিত্তিতে কোনও বৈষম্য নয়।
তিনি আরও বলেন, নোয়াখালী-২ আসনের প্রতিটি মানুষ আমার শক্তি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করতে চাই। এই এলাকার যুবসমাজের জন্য প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে চাই।তার বক্তব্যে উপস্থিত জনতা বারবার করতালিতে ফেটে পড়ে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট জসিম উদ্দিন। তিনি বলেন, অধ্যক্ষ সায়েদ আহমদ একজন শিক্ষিত, সৎ ও জনগণের প্রিয় নেতা। তার নেতৃত্বে নোয়াখালীর রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।
এছাড়াও বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর হানিফ মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আবুল হাসান, সেনবাগ উপজেলা সেক্রেটারি আব্দুল খালেকসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের প্রার্থী অধ্যক্ষ সায়েদ আহমদই জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সামসুদ্দিন আবুল কাশেম। তিনি বলেন, নোয়াখালী-২ আসনে জনগণ এখন পরিবর্তনের পক্ষে। শ্রমিক, কৃষক ও তরুণ প্রজন্ম সবাই আজ এক কণ্ঠে বলছে আমরা সৎ নেতৃত্ব চাই। অধ্যক্ষ সায়েদ আহমদ সেই নেতৃত্বের প্রতীক।তিনি আরও যোগ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইনশাআল্লাহ অধ্যক্ষ সায়েদ আহমদের বিজয় নিশ্চিত হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাটেশ্বর ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, এ সমাবেশকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। সকাল থেকেই মানুষ দলে দলে মিছিল-শ্লোগান নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়। বিভিন্ন স্থানে মাইকিং, ব্যানার ও স্বাগত তোরণে সাজানো হয় অনুষ্ঠান এলাকা।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে অধ্যক্ষ মাওলানা সায়েদ আহমদকে বিপুল ভোটে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, জনগণের সমর্থনই তাদের আসল শক্তি, আর সেই শক্তি এখন পরিবর্তনের পথে অগ্রসর।
এই সমাবেশের মাধ্যমে নোয়াখালী-২ আসনে নির্বাচনী মাঠে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, অধ্যক্ষ সায়েদ আহমদের নেতৃত্বে জামায়াতপন্থী ভোটারদের ঐক্যবদ্ধ হওয়া আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই জনসমাবেশ নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনবে বলেই ধারণা করা হচ্ছে।
সিএনআই/২৫