১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিচারকের বাসায় হামলা, ছেলে নিহত, স্ত্রী আহত

শেয়ার করুন
3D render of a bloody dagger on a grunge background

রাজশাহীতে বিচারকের ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে বিচারকের ছেলে নিহত ও স্ত্রীকে গুরুতর আহত করেছে। নিহতের নাম তাওসিফ রহমান (সুমন), তিনি নবম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ডাবতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের বাবা রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান। আহত স্ত্রী তাসমিন নাহারকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার চলছে। ঘটনার পরপরই একজন সন্দেহভাজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে, তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, “ঘাতককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে।”

বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে রাজশাহী শহরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

সিএনআই/২৫

শেয়ার করুন