
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো নৈর্ব্যক্তিক পদ্ধতিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার কিছু শিফটে আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষা শুধুমাত্র এমসিকিউ (বহুনির্বাচনি প্রশ্ন) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজিয়েট স্কুল ও খুলনা বিশ্ববিদ্যালয়-সহ কিছু আঞ্চলিক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তবে সিটের উপর নির্ভর করে কেন্দ্র বাড়তে পারে।
যোগ্যতা শর্ত:
-
ইউনিট-এ (বিজ্ঞান): এসএসসি ও এইচএসসি উভয়ে মোট জিপিএ ৭.৫০, কোনো পরীক্ষায় ৩.২৫-এর কম নয়।
-
ইউনিট-বি, সি, ডি (কলা, আইন, ব্যবসা, সামাজিক বিজ্ঞান): মোট জিপিএ ৬.৫০, কোনো পরীক্ষায় ৩.০০-এর কম নয়।
-
ইউনিট-ই (চারুকলা): মোট জিপিএ ৬.০০, কোনো পরীক্ষায় ২.৫০-এর কম নয়; জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
ভর্তি আবেদন:
-
শুরু: ২০ নভেম্বর দুপুর ১২টা
-
শেষ: ৩ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট
-
আবেদন অনলাইনে: https://admission.jnu.ac.bd
-
ফি: ইউনিট A-D প্রতি ইউনিট ১,০০০ টাকা, ইউনিট E ১,২০০ টাকা।
পরীক্ষার সময়সূচি:
-
ই-ইউনিট: ১৩ ডিসেম্বর, ৩টা–৪:৩০
-
এ-ইউনিট: ২৬ ডিসেম্বর, ১১টা–১২টা
-
সি-ইউনিট: ২৭ ডিসেম্বর, ১১টা–১২টা
-
ডি-ইউনিট: ৯ জানুয়ারি, ১১টা–১২টা
-
বি-ইউনিট: ২৩ জানুয়ারি, ১১টা–১২টা
সিএনআই/২৫