
আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে ঢাকা-খুলনা ও বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার, রামদা, টেটা, শরকি ও কাটরাসহ দেশীয় অস্ত্র হাতে সড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এতে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস, ট্রাকসহ যাত্রীবাহী যানবাহন মহাসড়কের দুই পাশে আটকা পড়ে আছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বলেন, “ভাঙ্গার তিনটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”
সিএনআই/২৫