১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা নামছে আরও নিচে

শেয়ার করুন

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যা নামার পর থেকেই শীতের দাপট বেড়ে যায়। রাতে ঠান্ডা বেশি অনুভূত হয়, আর ভোরের রোদ উঠলে কিছুটা উষ্ণতা পাওয়া যায়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকলেও পরে ফের হিমেল বাতাস বইতে শুরু করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “তেঁতুলিয়ায় আজ ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এখানে শীত আগে নামে এবং দীর্ঘস্থায়ী হয়।”

তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এর আগে সোমবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি, মঙ্গলবার ১৪ দশমিক ৫ এবং বুধবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন