
রাজধানীতে সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ।
বুধবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর সত্যি কথা বললে যদি গালি খেতে হয়, তাহলে কি আর করা।”
তিনি আরও লেখেন, “সাবেক (পতিত) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী মাফিয়া শাসনামলে হত্যা, গুম, দুর্নীতি, টাকা পাচার, ভোট অধিকার হরণসহ নানা অপকর্ম হয়েছে। এসবের প্রতিবাদ করলে গালি খেতে হয়, তাহলে লজ্জাটা কার?”
পোস্টে তিনি দুটি বইয়ের উল্লেখ করে লেখেন, “বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ‘আমার ফাঁসি চাই’ এবং ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই দুটি পড়লেই বোঝা যাবে— বাসে আগুন, অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও লাশের রাজনীতি কারা করে।”
তার এই পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সিএনআই/২৫