
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু ভাস্কর্যের পাশের মেট্রোস্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এর একটি ককটেল এক সংবাদকর্মীর মোটরসাইকেলে পড়ে, ফলে বাইকটি ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করে ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দিতে থাকেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।
সিএনআই/২৫