১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক বিচারপতি এফএ মেসবাহসহ ৩ জনের জামিন মঞ্জুর

শেয়ার করুন

পুরোনো ও ত্রুটিপূর্ণ মিশরীয় বিমান ভাড়া দিয়ে সরকারের ৭৪১ কোটি টাকা ক্ষতিসাধনের মামলায় সাবেক বিচারপতি এ এফ এ মেসবাহ উদ্দিনসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আসামিপক্ষের আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়। ৫ নভেম্বর আদালত বিচারপতিসহ ৭ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। আজ আদালতে এসে তিনজন আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

জামিন পাওয়া তিনজন হলেন:

  • সাবেক বিচারপতি এ এফ এ মেসবাহ উদ্দিন

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ

  • সাবেক পরিচালক ফজলে কবির

মামলার অন্যান্য পলাতক আসামির মধ্যে আছেন সাবেক পরিচালক খোরশেদ আলম চৌধুরী, এয়ার ভাইস মার্শাল আবু এসরার, মেজর জেনারেল আবুল হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল আহমেদ।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার থেকে দুইটি বোয়িং ৭৭৭-২০০ ইআর লিজ নিয়েছিল। ২০১৫ সালে একটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং পরবর্তী সময়ে ভাড়া করা ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে উড়োজাহাজ দুটির জন্য রাষ্ট্রের ক্ষতি দাঁড়ায় ৭৪১ কোটি টাকা।
সিএনআই/২৫

শেয়ার করুন