১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কারাভোগের তিক্ত স্মৃতি তুলে দিলেন মির্জা ফখরুল

শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবন ও কারাভোগের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন। বুধবার (১২ নভেম্বর) তিনি ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি জানান, ঢাকা জেলে থাকার সময় তার কন্যা একবার তাকে দেখতে এলে তিনি ওইকে একটি ব্যাগ উপহার দিয়েছিলেন — ব্যাগটি জেলের ভেতের এক বন্দি তৈরি করে দিয়েছিল; হয়তো কল্পনাও করে বানিয়েছিল। তিনি বলেন, গত পনেরো বছরে দেশের কারাগারে লাখ লাখ কর্মী মিথ্যা মামলায় আটক ছিলেন, আর তাঁর নিজের এলাকার শতশত তরুণের জীবন জেলে শেষ হয়ে গেছে।

ফখরুল লিখেছেন, নিজের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংক্রান্ত ১১০টিরও বেশি মামলা হয়েছে — ময়লার গাড়ি পোড়ানো থেকে নির্মম হত্যা-মামলা সব মিথ্যা। তিনি আড়াই বছরেরও বেশি সময় কারাবাস করেছেন। কোর্ট-দৌড়াতে তাদের অসুস্থ স্ত্রীর কষ্টও তিনি ব্যক্ত করেছেন। সাতবার জামিন নাকচ হয়েছিল এবং তারা নির্বাচনে অংশ নিয়ে মুক্তি আশা করেননি।

তিনি আরও বলেন, জেলে তিনি ব্যক্তিগতভাবে দেখেছেন কিভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে; অনেকের শরীরে সেই অত্যাচারের চিহ্ন আজও আছে। এমন নিরীহ যুবকদের অনেকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে — পড়াশোনা ছেঁটে গেছে, সংসার ভাঙে গেছে, পরিবারের অধ:পতন হয়েছে। মাঠে অর্থাৎ রাজনীতিতে যারা নেই, তারা এসব স্ট্রাগল বুঝতে পারবে না।

ফখরুল দাবি করেছেন, সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা উচিত। তিনি বলেন, বর্তমান প্রশাসনের ও তাদের মাফিয়া চক্রের সব অপরাধের বিচারের ব্যবস্থা করা হবে। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই; অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ চাই। নিরপরাধ মানুষকে হয়রানি করা রাজনীতি নয় — ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।

শেষে তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

সিএনআই/২৫

শেয়ার করুন