১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় এলে ঘুষ জাদুঘরে যাবে: সরওয়ার ছিদ্দিকী

শেয়ার করুন

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, জামায়াত ইসলামি ক্ষমতায় গেলে ঘুষ পুরোপুরি বন্ধ করে জাদুঘরে পাঠানো হবে।

তিনি বলেন, “ঘুষের কারণে নাগরিকরা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। আমরা মাদকমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। ইসলামী রাষ্ট্রে ভিন্ন ধর্মের মানুষও আমানত—সব নাগরিকই সমান সুযোগ পাবেন।”

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লাকসাম এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

সরওয়ার উদ্দিন ছিদ্দিকী আরও বলেন, “আমি নির্বাচিত হলে চুরি করব না, সম্পদের ন্যায্য বণ্টন করব। পুরো প্রশাসনিক ব্যবস্থা নতুনভাবে সাজানো হবে। সমাজে ভুল ফতোয়া দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বৈঠকে সভাপতিত্ব করেন পূর্ব লাকসাম মৈশান বাড়ি ইউনিট জামায়াত ইসলামীর আমির মো. জাকির হোসেন আজম। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড নায়েবে আমির আলম আদম সফিউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌর জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আমির মো. আব্দুল জলিল, মাওলানা রফিক উল্লাহ আফসারী, মাওলানা বিল্লাল হোসেন মালেকী, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক সঞ্জয় সাহা, সুপন সাহা, দীপংকর সাহা, সৈয়দ মো. জামাল উদ্দিন ছিদ্দিকী ও সৈয়দ মো. ফরিদ উদ্দিন ছিদ্দিকী।
সিএনআই/২৫

শেয়ার করুন