১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রমনায় পুলিশের গাড়িতে আগুন, বৈদ্যুতিক ত্রুটিই কারণ

শেয়ার করুন

রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এটি কোনো নাশকতা নয়; গাড়ির কাজ করার সময় ব্যাটারির সংযোগজনিত ত্রুটির কারণে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, “গাড়ির মেরামতের সময় ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন ধরে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ আহত হয়নি।”

তিনি আরও জানান, গাড়ির মিস্ত্রির অসাবধানতায় ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে গাড়ির সামান্য ক্ষতি হয়েছে।

এর আগে একই দিনে সকালে রাজধানীর উত্তরার জসীম উদ্দিন রোডে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিট বা শর্টসার্কিটের কারণে মাইক্রোবাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও পুলিশ উভয়েই নিশ্চিত করেছে, দুই ঘটনাতেই কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায়নি।

সিএনআই/২৫

শেয়ার করুন