১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে ল্যাবএইডের সামনে বাসে আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে

শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের। তবে বাসে আগুনের কারণ ও তখন যাত্রী ছিল কি না—তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার আগে সাত-আটজন তরুণকে বাসের পাশ দিয়ে যেতে দেখা যায়। নাশকতা নাকি দুর্ঘটনা—তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

সিএনআই/২৫

শেয়ার করুন