১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিলজিৎ আবারও হুমকির মুখে

শেয়ার করুন

পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে অমিতাভের পা ছুঁয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এদিকে ১ নভেম্বর থেকে আমেরিকায় তার গানের কনসার্টও শুরু হয়েছে।

তবে তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন কমছে না। আবারও হুমকির মুখে পড়েছেন দিলজিৎ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানের মাঝে একদল খালিস্তানির হুমকির মুখে পড়েন দিলজিৎ।

গায়কের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে। শুধু তাই নয়, অকল্যান্ডে তার আগামী অনুষ্ঠানও যাতে না হয় সেই ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। দিলজিতের অনুষ্ঠান শোনার জন্য খুব স্বাভাবিক ভাবেই মুখিয়ে থাকেন তার অনুরাগীরা।

গায়ককে এভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে দেখে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা। অকল্যান্ডের অনুষ্ঠানে কি তবে কোনও বড় সমস্যার সম্মুখীন হতে হবে গায়ক ও তার দলকে? এই প্রশ্ন এখন সকলের মধ্যে।

প্রতিবেদনে আরও বলা হয়, গায়ক পুরো বিষয়টিকে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পক্ষে। এবং ভক্তদের আশ্বস্ত করে দিলজিৎ জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়সূচি মেনেই অনুষ্ঠান হবে। তাই শ্রোতাদের ভালোবাসা থেকে যেন কোনও ভাবে তিনি বঞ্চিত না হন।

শেয়ার করুন