১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পক্ষপাত অভিযোগে বিবিসির প্রধান ও বার্তাপ্রধান পদত্যাগ

শেয়ার করুন

বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন, যেসব বিষয়ে সংবাদ পরিবেশনে ‘গুরুতর ও সামগ্রিক পক্ষপাত’ এর অভিযোগ ওঠার পর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনুসন্ধানমূলক ‘প্যানোরামা’ ডকুমেন্টারিতে তার বক্তব্যের অংশবিশেষ এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যে মনে হচ্ছিল, তিনি ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার সমর্থকদের উৎসাহিত করেছেন।

বিবিসির সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট এই পক্ষপাতের অভিযোগ তোলেন। অভিযোগের প্রেক্ষিতে বিবিসি ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। টিম ডেভি বলেন, ‘কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।’ ডেবোরাহ টারনেসও বলেন, ‘চূড়ান্তভাবে এই দায়ভার আমার।’ পদত্যাগের সিদ্ধান্ত কঠিন হলেও তাঁরা দায়িত্ব নেওয়ার প্রয়োজন অনুভব করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অভিযোগ প্রকাশের পর বিবিসিকে ‘১০০% ভুয়া খবর’ এবং ‘অপপ্রচারের যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন। দুই শীর্ষ কর্তার পদত্যাগের পরও তিনি সোশ্যাল মিডিয়ায় বিবিসির সমালোচনা অব্যাহত রেখেছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন