১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১

শেয়ার করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণের ঘটনায় আরিফ মির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার চাচাতো ভাই ইমরান মির, যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিকপন্থী ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর ও খাইরুদ্দিন গ্রুপের সঙ্গে আরিফ মিরের বিরোধ চলছিল। সকালে আরিফ ও ইমরান ঘর থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন শাহ কামালের নেতৃত্বে অতর্কিতে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন জানান, আরিফ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান, আর ইমরানের অবস্থা গুরুতর। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন