১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোরে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে দুই বাসে আগুন

শেয়ার করুন

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভোরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে পৃথক দুটি স্থানে আকাশ পরিবহন ও ভিক্টর পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিট ও সকাল ৬টা ১০ মিনিটে পরপর দুটি ফোনকল আসে আগুন লাগার খবর দিয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, “আগুনের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ হতাহত হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”

মেরুল বাড্ডায় আকাশ পরিবহনের বাসে আগুন:
ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের সূত্রে জানা গেছে, বাড্ডার আরমা মাজেদা মালিক টাওয়ারের সামনে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাস্থলে বাসের মালিকসহ থানা-পুলিশ উপস্থিত ছিলেন। তবে এলাকাটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শাহজাদপুরে ভিক্টর পরিবহনের বাসে আগুন:
অন্যদিকে, শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ডিবি ও থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। বাসটি সড়কের মাঝখানে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচল সীমিত হয়ে পড়ে এবং প্রগতি সরণি আউটগোয়িং রুটে সাময়িক যানজট সৃষ্টি হয়।

পুলিশ বলছে, কারা বা কেন এই অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সিএনআই/২৫

শেয়ার করুন