১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ড হাইওয়ে রোড়ে যত্রতন্ত্রভাবে মালামাল রেখে ব্যাবসা করছে কিছু অসাধু ব্যাবসায়ী।

শেয়ার করুন

 

মো:-মো:-জাহিদুল ইসলাম
সীতাকুণ্ড চট্টগ্রাম

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশের উদ্যেগে আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বড় দারোগাহাট থেকে শুকলাল হাট হয়ে বড়তাকিয়া পর্যন্ত হাইওয়ে রোডের পাশেই ইট,বালি সহ কাঠ রেখে ব্যাবসা করছে কিছু অসাধু ব্যাবসায়ী কিছুদিন আগে এসিল্যান্ড সহ অভিযান দেওয়ার পরও কেন টনক নড়েনি তাদের,হাইওয়ে রোড় দখল করে যারা ব্যাবসা বানিজ্য করছে কিন্তু গাড়ি চলাচলে বিঘ্ন ঘঠাচ্ছে,রোড়ে একটু জ্যাম হলেও দু,পাশে যে ছোট খাটো গাড়ি চলাচল বা জরুরী এম্বুলেন্স যে চলবে সে জাইগা টুকুও দখল করে রেখেছে এই ব্যাবসায়ীরা।এই এলাকায় রয়েছে অসংখ্য পোশাক শিল্প কারখানা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কলেজ। প্রতিদিন হাজারো শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু সার্ভিস রোড় ও সার্ভিস রোড দখল হয়ে যাওয়ায় তারা বাধ্য হয়ে মূল হাইওয়েতে চলাচল করছেন, ফলে ঝুঁকি ও দুর্ঘটনা বেড়ে গেছে।
ফুটপাত ও হাইওয়ে রোড়ের জাইগা দখল করে ব্যবসা পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল রাখার কারণে রিকশা, সাইকেলসহ ছোট যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মালামাল উঠানামার জন্য প্রতিদিন বড় বড় ট্রাক ও পিকআপ ঘণ্টার পর ঘণ্টা সার্ভিস রোডে ও হাইওয়ে রোড়ে দাঁড়িয়ে থাকে, এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং আশপাশের মানুষের ভোগান্তি আরও বাড়ে,একটা রোগিকে সময় মতো হাসপাতালে ও পৌছানো যায় না।স্থানীয়দের অভিযোগ, প্রশাসন সবই দেখে এবং জানে। বছরের পর বছর ফুটপাত ও হাইওয়ে রোড দখল করে ব্যবসা চললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.জাকির রাব্বানী বলেন হাইওয়ে রোড়ের পাশে যেভাবে ইট,বালি,কনক্রিট সহ, সো মিলের গাছ ফেলে রেখেছে এতে যানযট সহ, নানা ভাবে দূর্ঘটনার স্বীকার হচ্ছে সকলে।এবং এ অভিযান অভ্যাহত থাকবেন বলে জানান।

সিএনআই/২৫

শেয়ার করুন