১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা

শেয়ার করুন

অবৈধভাবে প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে ৬৭ জনকে আসামি করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে  রোববার (৯ নভেম্বর) এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ ।

মো. তানজির আহমেদ জানান, এটি আর্থিক ঋণ আত্মসাতের দিক থেকে দুদকের ইতিহাসের সবচেয়ে বড় মামলা। তদন্তে জানা গেছে, আসামিরা মিলেমিশে ইসলামী ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিলস এবং এস আলম ট্রেডিং কোম্পানির নামে অনুমোদনবিহীন ঋণ গ্রহণের মাধ্যমে মোট ৯ হাজার ২৮৩.৯৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সুদসহ এই অঙ্ক ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকায় পৌঁছেছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিনিয়োগ কমিটির সদস্য এবং এস আলম গ্রুপের মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে ঋণ অনুমোদন দিয়ে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের আর্থিক ক্ষতির কারণ সৃষ্টি করেছেন।

দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরিকল্পিতভাবে আর্থিক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বড় অঙ্কের ঋণ আত্মসাৎ করেছেন। এর ফলে ইসলামী ব্যাংক, সাধারণ আমানতকারী এবং সরকারের আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২২ সালের শেষের দিকে ইসলামী ব্যাংকে অস্বাভাবিক ঋণ বিতরণের বিষয়টি প্রকাশ্যে আসে। মামলায় নাম রয়েছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নাজমুল হাসান, সাবেক এমডি মো. মাহবুব উল আলম, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, কোম্পানির বিভিন্ন পরিচালক ও ব্যবসায়ীসহ মোট ৬৭ জন।

 

শেয়ার করুন