
পুলিশি হামলা ও নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। রোববার (৯ নভেম্বর) থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস পাঠদান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক শামসুদ্দিন মাসুদ।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীতে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন শিক্ষক গ্রেপ্তার ও শতাধিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন,
“শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে। আমাদের পাঁচজন শিক্ষককে আটক করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।”
এর আগে আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ অভিমুখে পদযাত্রা করলে পুলিশ বাধা দেয়, এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন,
“শিক্ষকরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দেয়। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।”
এদিকে, শনিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়— আন্দোলনকারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন, যা ছিল নিষিদ্ধ এলাকা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন সদস্য আহত হন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়।
ডিএমপি জানিয়েছে,
“রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার স্বার্থে পুলিশি নির্দেশনা অমান্যকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। সবাইকে আইন ও জননিরাপত্তার স্বার্থে ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।”
চলমান এই আন্দোলনের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন শিক্ষক সংগঠনের নেতারা।
সিএনআই/২৫