
রাকিবুল হাসান মুন্না।। নিজস্ব প্রতিনিধি।।
দায়িত্ব পাওয়ার মাত্র একদিনের মাথায় অব্যাহতি চেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু)-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, অধ্যাপক ফেরদৌস রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে অনিচ্ছা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সদস্যসচিব ড. মো. হারুন-অর-রশিদ বলেন, “ফেরদৌস সাহেব মৌখিকভাবে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণের চিঠি দেওয়া হয়নি। ফলে তিনি লিখিতভাবে অব্যাহতির আবেদনও করতে পারেননি। তাঁর বিষয়ে প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।”
এদিকে নির্বাচন কমিশনের অপর সদস্য মো. মাসুদ রানা বলেন, “আমাদের এখনও প্রশাসন থেকে অফিশিয়ালি দায়িত্ব অর্পণের চিঠি দেওয়া হয়নি। তাই প্রধান কমিশনার কীভাবে অব্যাহতি চাইলেন সেটা স্পষ্ট নয়। প্রশাসনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে অধ্যাপক ড. ফেরদৌস রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর দপ্তরে গিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ছয় সদস্যের ব্রাকসু নির্বাচন কমিশন গঠন করা হয়। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।
সিএনআই/২৫