১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দর পোশাক: অহংকার নয়, আল্লাহর নেয়ামতের প্রকাশ

শেয়ার করুন


রাসুলুল্লাহ (স.) বলেছেন, যার অন্তরে সর্ষেদানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক সাহাবি প্রশ্ন করেছিলেন, মানুষের সুন্দর পোশাকের প্রতি আকর্ষণ কি অহংকারের অংশ? রাসুলুল্লাহ (স.) বলেছেন, “আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা ও মানুষকে হীনভাবে দেখা।” (সহিহ মুসলিম: ৯১)

আবুল আহওয়াসের পিতা বর্ণনা করেছেন, একবার তিনি কম মূল্যের পোশাক পরে নবীর কাছে গেলে নবী (স.) বলেছেন, আল্লাহর নেয়ামতের বহিঃপ্রকাশ রুচিশীলতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে হওয়া উচিত। (আবু দাউদ: ৪০৬৩)

এক ব্যক্তি নবীজির কাছে বলেন, তিনি পোশাক, জুতা ও লাঠি সবকিছু সুন্দর রাখতে চান। নবীজির উত্তর, “নিশ্চয়ই আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। এগুলো তাঁর নেয়ামতের প্রকাশ।” (মুস্তাদরাক আলাস-সাহিহাইন: ৭৪৭৬)

কোরআনেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, “হে আদম সন্তান! তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো।” (সুরা আরাফ: ৩১) নামাজের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরা আল্লাহর নেয়ামতের প্রতি শুকরিয়া প্রকাশ।

ইসলামে সুন্দর পোশাক বলতে দামি পোশাক নয়, বরং পরিচ্ছন্ন, মার্জিত ও রুচিসম্মত পোশাক বোঝায়। ইচ্ছাকৃতভাবে ছেঁড়া বা অপরিচ্ছন্ন পোশাক পরা ইসলাম সমর্থন করে না, কারণ এটি আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতার অভাব।

মোটকথা, অহংকার হলো সত্য অস্বীকার করা ও মানুষকে হীন চোখে দেখা। সুন্দর পোশাক পরা নয়, বরং এটি আল্লাহর দানকৃত নেয়ামতের শুকরিয়া আদায়ের প্রতীক। আল্লাহ আমাদেরকে অহংকার ও অপচয় থেকে বাঁচিয়ে, সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরার তাওফিক দান করুন। আমিন।

সিএনআই/২৫

শেয়ার করুন