
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা যে কোনো কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জামিনে থাকা কোনো ব্যক্তি পুনরায় অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, জনগণ নির্বাচনের দিকে মনোযোগী—এ ধারা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা রুখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে গাজীপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের কথাও জানান তিনি।
সিএনআই/২৫