
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির আবারও আলোচনায় এসেছেন পুরোনো প্রেম নিয়ে। এক সময় গায়ক অসীম আজহারের সঙ্গে তার সম্পর্ক ছিল শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত প্রেমকাহিনি। এবার সেই পুরোনো সম্পর্কে ফের জোয়ার এসেছে বলে গুঞ্জন উঠেছে।
২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত হানিয়া ও অসীম ছিলেন পাকিস্তানি মিডিয়ার জনপ্রিয় জুটি। তবে ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে জানান, তাদের সম্পর্ক ভেঙে গেছে এবং তারা এখন শুধু ভালো বন্ধু। পরবর্তীতে অসীম বাগদান করেন অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে, যদিও চলতি বছরের শুরুতে সেই বাগদানও ভেঙে যায়।
সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠান ও ঘনিষ্ঠ পরিবেশে হানিয়া ও অসীমকে একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ও ছবিগুলোতে নেটিজেনরা তাদের একসঙ্গে সময় কাটাতে দেখেছেন বলে দাবি করছেন।
অসীমের ২৯তম জন্মদিনের আগে শেয়ার করা একটি ঝাপসা ছবিতেও হানিয়ার উপস্থিতি খুঁজে পেয়েছেন অনেকে। কেউ কেউ এটিকে তাদের নতুন সম্পর্কের “সফট লঞ্চ” বলেও আখ্যা দিয়েছেন। জন্মদিনের একটি ভিডিওতেও হানিয়াকে একই স্থানে দেখা গেছে বলে ভক্তরা জানিয়েছেন।
যদিও এই গুঞ্জন নিয়ে এখনো হানিয়া বা অসীম কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, পাকিস্তানি বিনোদন মাধ্যমগুলো ইতিমধ্যেই দাবি করেছে—তারা আবারও সম্পর্কে জড়িয়েছেন।
ভক্তরা বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত হলেও, দুজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবই এখন গুঞ্জনের পর্যায়েই রয়ে গেছে।
সিএনআই/২৫