
মেহেদী হাসান, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামি রাঙামাটি জেলার ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটে বনরূপা ইসলামিক সেন্টার মিলনায়তনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা শাখার সূরা সদস্য অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মাহাতাব উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর শাখার আমীর মোঃ মাইনুদ্দিন, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মাওলানা মোঃ শরিফুল ইসলাম ও হাফেজ মাওলানা জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল আলীম বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দিতে হবে। জামায়াতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের টাকা বিদেশে পাচার, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটসহ সকল অবৈধ কার্যক্রম বন্ধ করা হবে।”
সমাবেশে বক্তারা দেশের সার্বিক রাজনৈতি পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে আলোচনা করেন।
সিএনআই/২৫