
ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী রাসেল রানাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তিনি ভবিষ্যতে ছাত্রলীগের কোনো কার্যক্রমে যুক্ত হবেন না— এমন শর্তে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের কেন্দ্রীয় মাঠে। শিক্ষার্থীরা রাসেল রানাকে আটক করে রাত ৮টার দিকে নিউমার্কেট থানায় সোপর্দ করেন।
রাসেল রানা ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং কলেজের উত্তর ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষের আবাসিক। সহপাঠীদের অভিযোগ, তিনি ছাত্রলীগের সহায়তায় হলে অবস্থান করতেন এবং সংগঠনের নানা কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। এছাড়া সহিংসতা ও সহপাঠীদের হেনস্তার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
শিক্ষার্থীরা জানায়, ২০২৪ সালের ১৬ জুলাই সায়েন্সল্যাব এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে রাসেল রানাকে দেখা যায়।
নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, “বর্তমানে সে ছাত্রলীগের কোনো কার্যক্রমে নেই। তাই শিক্ষা কার্যক্রম চলমান রাখার সুযোগ দিতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িত হবে না— এমন মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ছেলেটি দরিদ্র পরিবারের সন্তান, লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগটা দেওয়া উচিত বলে মনে হয়েছে। তবে ভবিষ্যতে আবার রাজনৈতিক সহিংসতায় যুক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”