১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিনটি রাজনৈতিক দল

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুইটি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন পাবার জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। প্রাপ্ত আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।

নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলকে মাঠ পর্যায়ে তদন্তে পাঠানো হয়। এরপর রিপোর্ট পর্যালোচনা করে ইসি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে প্রতীক ও কার্যক্রমের জটিলতার কারণে আবার ১০ দলের অধিকতর তদন্ত পরিচালনা করা হয়।

আইনের শর্ত অনুযায়ী, নিবন্ধন পেতে দলের কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা কমিটি ও ১০০টি উপজেলা কমিটি এবং কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকা আবশ্যক। এছাড়া পূর্বে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পাওয়া থাকলেও তা নিবন্ধনের যোগ্যতার অংশ হিসেবে বিবেচিত হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন