১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

শেয়ার করুন

রাজধানীর শাহজাহানপুর থানার বকশীবাগ মালিবাগ এলাকায় একটি বাসা থেকে প্লাস্টিকের বস্তা ও মুখ বাঁধা অবস্থায় সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারী একজন পোশাক শ্রমিক ছিলেন।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক মো. মহসিন তালুকদার জানান, খবর পেয়ে রাতেই বাসার নিচতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী আশিকুর রহমান মোল্লা স্বামীর সঙ্গে কলহের জেরে হত্যা করেছেন। হত্যার পর পা বাঁধা অবস্থায় এবং মুখ বাঁধা রেখে বস্তার মধ্যে রাখা হয়। নিহতের স্বামী বর্তমানে পলাতক

নিহতের ভাই হৃদয় জানান, সুরভীর সঙ্গে আশিকের ৬ বছর আগে বিয়ে হয়েছে এবং তাদের এক ছেলেসন্তান রয়েছে। সুরভীর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর এলাকায়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিএনআই/২৫

শেয়ার করুন