
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) জাবেদ করিমকে ‘রুটিন দায়িত্বে’ নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
রবিবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, পুনরায় নিয়োগ না দেওয়া পর্যন্ত জাবেদ করিম এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সড়ক ও সেতু সংযোগ স্থাপন ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিম এখন থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্বে) হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি সদ্য অবসর নেওয়া বা স্থানান্তরিত প্রধান প্রকৌশলীর স্থলাভিষিক্ত হচ্ছেন এবং ২৬ অক্টোবর ২০২৫ তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এ বিষয়ে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ফেরদৌস প্রিয়াম।
এলজিইডি দেশের অন্যতম বৃহৎ সরকারি প্রকৌশল সংস্থা, যা গ্রামীণ সড়ক, সেতু, অবকাঠামো ও নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির চলমান প্রকল্পগুলোতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সিএনআই/২৫