
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ঝিলের জমিতে রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণ ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২ নভেম্বর) বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এই আদেশ দেন।
জনস্বার্থে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত ওই পর্যন্ত নির্মাণকাজ বন্ধের মৌখিক নির্দেশ দেন।
রিটটি করেন সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রিটে অভিযোগ করা হয়, ঝিলের ৫০ শতাংশ জমি ভরাট করে থানা ভবন নির্মাণ পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইনের পরিপন্থি।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজামী আদালতকে জানান, নির্দেশ অনুযায়ী ৫ নভেম্বর পর্যন্ত কাজ বন্ধ থাকবে।
সিএনআই/২৫