
সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান জানান, গত ২ নভেম্বর সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন বিধিমালায় এখন কেবল দুই ক্যাটাগরির পদ রাখা হয়েছে—সংগীত ও শরীরচর্চা বিষয়ের পদ দুটি বাদ দেওয়া হয়েছে।
ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার পর পদ দুটি বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিধিমালায় ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধ যোগ করে নিয়োগের নিয়মে স্পষ্টতা আনা হয়েছে।
সিএনআই/২৫