১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মুখ্য সচিব ও মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকীর মৃত্যু

শেয়ার করুন

সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী আর নেই। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, আজ সোমবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

১৯৬৮ সালের সিএসপি ব্যাচের কর্মকর্তা হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেন কামাল সিদ্দিকী। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের (পিএটিসি) রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া, জাতিসংঘের শিশু অধিকার কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সিএনআই/২৫

শেয়ার করুন