
শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতিসমূহ শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হওয়ার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।
রবিবার (২ নভেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় রাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির আয়োজনে ও এডুলাইফ আইটি ইন্সটিটিউট,খাগড়াছড়ি এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনারে এ আহবান জানান রাবিপ্রবি উপাচার্য।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য, স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন কাহিনী তুলে ধরে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গড়ার আহবান জানান।
তিনি আরও বলেন, যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসকল চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে। শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সাথে সাথে এনালিটিক্যাল স্কিল, ক্রিটিকাল থিংকিং স্কিল এবং কমিউনিকেশন স্কিল উন্নত করার আহবান জানান। এছাড়াও ক্যারিয়ারে ওয়ার্ক-লাইফ ও ইমোশনাল ব্যালেন্স থাকার বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নেওয়ার জন্য উৎসাহিত করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতারসহ ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেমিনারে এডুলাইফ ইনস্টিটিউট, খাগড়াছড়ি এর সিইও জনাব আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।